তিনি বলেছেন, সরকারি হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা বিনামূল্যে করতে হবে। রাষ্ট্র কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
ডা. ইরান বলেন, দীর্ঘদিন যাবৎ ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত বন্ধ, মানুষের আয়ের উৎস থেমে গেছে। সাধারণ মানুষ অনাহারে মহামারি করোনা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। বেকার ও কর্মহীন মানুষ ২০০টাকা ফি দেওয়ার ভয়ে করোনা পরীক্ষা থেকে বিরত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। এর ফলে করোনা ঘরে ঘরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারি হাসপাতালে করোনার নমুনা টেস্টে ফি নির্ধারণের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এমএইচ/ওএইচ/