বুধবার (১৫ জুলাই) সিপিবির ‘কোভিড-১৯ রেসপন্স টিমে’র ভার্চ্যুয়াল সভায় দলের নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, দুর্নীতির দায় সরকার কিছুতেই এড়াতে পারে না।
‘রিজেন্ট গ্রুপের চেয়াম্যান সাহেদ করিম, জেকেজি’র চেয়ারম্যান সাবরিনা আরিফ, জেকেজি’র প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ কয়েজন দুর্নীতিবাজকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যথেষ্ট নয়। দুর্নীতির সঙ্গে যুক্ত সরকারের বিভিন্ন পর্যায়ের ‘রাঘব বোয়াল’দের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসাটা জরুরি। তাদের মুখোশ উন্মোচন করতে হবে। দুর্নীতিবাজ সরকার কয়েকজনের ওপর দুর্নীতির দায় চাপিয়ে নিজেকে আড়াল করতে চাইছে। ’
সভায় সিপিবি নেতারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি গণবিরোধী ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধেও সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, আবদুল্লাহ ক্বাফী রতন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান প্রমুখ।
এদিকে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, করোনা মহামারির মধ্যেই দেশে বন্যা দেখা দিয়েছে। ফলে মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন বন্যার ভয়াবহতা বাড়ছে। বন্যার্ত মানুষদের বাঁচাতে ত্রাণ ও পুনর্বাসনের জন্য এখনই যথাযথ সরকারি উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘন্টা, জুলাই ১৫, ২০২০
আরকেআর/এইচজে