ঝিনুক কুড়োনো শেষে বালিয়াড়ি হয়ে যায় স্মৃতি
ঋতুর বয়স আসে ঋতু আসে ঋতু যায়
কখনো সেসব স্মৃতি ধূলোয় উড়িয়ে দেয় কামিনের মেয়ে
খোঁপায় কামিনী তার নধর অধর আর
বুকের কাঁচুলি বাঁধা সিন্ধুর কামধেনু
সেই সব লুটপাট হয়ে গেছে কবে
তিরিশে বসন্ত শেষ, ভ্রমরের চোখ গেছে আর কোন ফুলে।
কামিনের দুহিতা সে যে কামিন হয়েছে নিজে কামিনেরই মা
অথচ সে কিনা সাগরে গেলে
কতোদিন ঊর্মির উচ্ছ্বাসে জল জ্বলে হয়েছিলো আগুনের শিখা
তিরিশে সেসব স্মৃতি, হয়তো দয়িতা ছিলো এইতো সেদিন কারো
আজ শুধু কিঙ্করী, ঝিনুকের খোসা।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমজেএফ/ ।