ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

কবিতা

বৃষ্টিতে জল নেই জেনে | অনন্যা মণ্ডল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বৃষ্টিতে জল নেই জেনে | অনন্যা মণ্ডল

বৃষ্টিতে জল নেই জেনে
বৃষ্টিতে জল নেই জেনেই-তোমার কচুপাতায় পারদ।

একদিন দেখ-
প্রাসাদের মেঘগুলো কেমন ভষ্ম হয়!
দিনদিন বনসাই মানুষ ও বৃক্ষের নিচে 
পলাতক দৃশ্যের গণিত-দু’য়ে দু’য়ে ক্রমশ বাহাত্তর।

তবু কাকাতুয়া পথের ডানে একবস্ত্রে যে সকাল 
বেরিয়ে পড়ে-  
সে তোমার কচুবনে কখনও যাবে না।  
জোনাকিরা হাতে ধরে তাকে জুড়ে যাওয়া
আকাশের গল্প শোনাবে।

সাতগ্রাম শিরিষের পাপড়ি সংখ্যা কিংবা তারও অধিক
মাসের পর-  
আবার মায়ের পেটে গোল হয়ে শুলে 
সূর্যেরা জ্বলবেই- যেকোনো পূর্বদিক।  

সেদিন একলব্যের কাছে শিখে নিও 
মাটির দক্ষিণা! 

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ