কেনাবেচা
নর্তকী মরে গেলে জন্ম নেয় নাচের মুকুর।
আর কেউ যাবতীয় শোকের মুদ্রা পুঁতে দেয়
পূর্ণিমায়।
মালা বাঁধে অন্ধকার।
এত এত রাত্রির প্রবাহে ভাসমান কাননবালা।
নৌকা আমার ডুবে গেছে ওই সুরেলা পরিখায়।
ক্ষত-হাওয়ার কলরোলে আমি
খানখান...
জায়মান...
কত সোনার চৈতালি, লাল দোপাট্টা
ছিড়েখুঁড়ে দিক-দিগন্তরে আজ মেঘলা-বিতান;
আমাকে রোদ ভেবে কিনে নিলে তুমি।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস