ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

বরষার পদাবলি

স্তব্ধতার গান । নওশাদ জামিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
স্তব্ধতার গান । নওশাদ জামিল

স্তব্ধতার গান
অপরূপ ঘোর নেমে এল
দুজনের মাঝখানে-ভাবি
স্তব্ধতার কাছে ঋণী খুব
এই যে নিমগ্ন তানপুরা
বৃষ্টিশেষে ভেজা পথ ধরে
কিছুক্ষণ হেঁটেছিল-তার
কাছেও আমার খুব দায়
এই যে তবলা-ঘুরে ঘুরে 
কিছুদিন নেচেছিল, তার
কাছেও অনেক দেনা বাকি।
পৃথিবীর বুকে তুড়ি মেরে
গান গায়-অন্ধ যে ভিক্ষুক
ভাবি তার কথা-শুনি তার
অপরূপ স্তব্ধতার গান।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ