ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

রেমিনিসেন্স | আশরাফুল কবীর

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
রেমিনিসেন্স | আশরাফুল কবীর রেমিনিসেন্স

রেমিনিসেন্স
এক ফোঁটা জল জমা হয়ে আছে বাতাসের কৌটায়
কিছুটা টলমল শিশির বিন্দু হয়ে ঝরে পড়ার অপেক্ষায়,
কিছুটা ঘোরময়, উদ্বায়ী; ইথারীয় হয়ে মিশে যেতে চায়
তরু-বীথিকায়।

কিছুটা হারায় নিশ্বাসে, শূন্যতার ফাঁকায়।
লুকোতে চায় কোঁচড়ভর্তি মোচড়ানো ধুলোর আঁধারে-
কিছুটা কাঠিখোঁচা হয়ে অনবরত খুঁচিয়ে চলে মন-বাদাড়ের
পাথর-উপত্যকায়।

বাতাসে উড়ে যায় এক বিকেল নীরবতা
অলৌকিক নির্জনতায় ডেকে ডেকে বুদ হয় রহস্যের দাঁড়কাক
ফ্যাঁকাশে-ডানা মেলে পরাজিত হয় সময়ের তোলপাড়
পলে পলে ফুরোয় শুধু নিশ্বাসের সিলিন্ডার!

কুয়াশা ঘেরা এক বিষণ্ন গন্ধরাজ-
হেলানো চাকতিতে আবারো আসুক ঘুরেফিরে 
আদ্র-সময়; একান্তই যার যার।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ