ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নয়, ১০ ডিসেম্বর রাজপথ থাকবে আ.লীগের দখলে: টিপু মুনশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
বিএনপি নয়, ১০ ডিসেম্বর রাজপথ থাকবে আ.লীগের দখলে: টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ১০ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেদিন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে রাজপথ।

সোমবার (৫  ডিসেম্বর) দুপুরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, সবাই মিলে আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশকে রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই।

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোজী রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।