ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি গণসংহতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি গণসংহতির জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল

ঢাকা: অবিলম্বে দমন পীড়ন বন্ধ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিরোধীদলের গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।

শনিবার (১০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, শত বাধা-বিপত্তি, হুমকি, হত্যা, পরিবহন ধর্মঘট, পুলিশি অভিযান, গ্রেফতার উপেক্ষা করে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে বিপুল জনস্রোত বাংলাদেশে জনগণের চলমান ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরো এগিয়ে নেবে।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের অভিন্ন লক্ষ্যে এই লড়াই যুগপৎ ধারায় ভবিষ্যতে আরও বৃহত্তর রূপ নেবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।