ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সম্মেলন শেষ হওয়ার আগেই মারা গেলেন আ.লীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
সম্মেলন শেষ হওয়ার আগেই মারা গেলেন আ.লীগ নেতা ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগে সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন স্ট্রোকে মারা গেছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থগিত ঘোষণা করা হয়ছে ওই ইউনিয়ন সম্মেলন। মোবারক হোসেন ওই ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল আজ। সম্মেলনকে ঘিরে আয়োজকরা সবাই ছিলেন ব্যস্ত। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর। কিন্তু তিনি আসার আগেই সম্মেলনস্থলে অসুস্থ হয়ে পড়েন মোবারক। এসময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকে মারা গেছেন।

এদিকে প্রধান অতিথি এ খবর পেয়ে দ্রুত তাকে দেখতে যান এবং সবার সঙ্গে আলোচনা করে সম্মেলনটি স্থগিত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।