ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতাদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
নেতাদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির গণমিছিল ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির অফিসে এসে সমবেত হোন বিএনপির নেতাকর্মীরা।

পরে একটি গণমিছিল বের হয়ে চৌরাস্তা দিয়ে নরেশ চৌহান সড়ক হয়ে কালিবাড়ি মোড় প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিসে এসে শেষ হয়। গণমিছিল শুরুর পূর্বে  বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন।

এ সময় জেলা যুবদলের সভাপতি আবু নুর তুহিন বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীর কারণে ক্ষমতায় রয়েছে। আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে সতর্ক করে বলতে চাই, এ সরকার আজীবন ক্ষমতায় থাকবে না। যারা আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তারা মনে রাখবেন। আমরা সবকিছু মনে রেখেছি। জেলে যেতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি তবুও এ সরকারের পতন চাই।

জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও আমাদের নেতাদের নিঃশর্ত মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলনের করার পাশাপাশি স্থানীয় ভাবে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা মহিলা দলের সভাপতি প্যারিস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোহেল রানা ও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।