পিরোজপুর: পিরোজপুরে দলীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিএনপি নেতারা। এ সময় পুলিশ দুই বিএনপি নেতাকে আটক করেছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান (৩০) ও উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা এবং সাবেক ইউপি সদস্য মো. আকবর আলী (৫০)।
উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল জানান, শনিবার বিকেলে তিনি কিছু নেতা-কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ে বসতে চাইলে পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশ সেখানে থাকা নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে।
এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সরকার আজ বিএনপিকে চরমভাবে ভয় পাচ্ছে। তারা দেশে বাকশাল কায়েম করতে চাইছে। বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখলে তাদের ভয় লাগে। তাই নেতা-কর্মীদের গ্রেফতার করে বিএনপিকে দমিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু কোনো গ্রেফতার আমাদের দমিয়ে রাখতে পারবে না।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই দুইজন সন্দেহভাজন হওয়ায় তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমএমজেড