ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘দেশের ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত’

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
‘দেশের ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত’

পাবনা (ঈশ্বরদী): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দেশের ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।  

বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় পাবনার ঈশ্বরদী শহরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক পথসভায় হাবিবুর রহমান হাবীব একথা বলেন।

 

এদিন খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।  

পরে শহরের প্রাণকেন্দ্র রেলগেটের উপজেলা চত্বরে রোডের মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজের সামনে এ সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় হাবিবুর রহমান হাবীব বলেন, বাণিজ্যমন্ত্রীর (টিপু মুনশি) ইঙ্গিতে আওয়ামী লীগের লোকেরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে। তাই আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাসের উপক্রম। মরার ওপর খাড়ার ঘা; কয়েকদিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছিল। এরপর গ্যাসের ডাম বাড়াল। শিল্প-কারখানাতে ১১ টাকার গ্যাস ৩০ টাকা হয়েছে। বাণিজ্যমন্ত্রী ১১ টাকার গ্যাস ৩০ টাকা বাড়ার পর বললেন, দেশে নাকি উৎপাদন ক্ষতি হবে না, উৎপাদনে কোন প্রভাবই পড়বে না, উৎপাদনে খরচ বাড়বে না। আহম্মকও এ কথা বলবে না। আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।  

বিএনপির নেতাকর্মীদের নামে মামলা-মোকদ্দমার বিষয়ে তিনি বলেন, বিএনপির অবস্থা দুর্বিষহ। ৩৬ লাখ বিএনপির নেতাকর্মী মামলার আসামি। একেকজনের নামে ১০০ থেকে ৪০০ মামলা। আমার নামে কতগুলো যে মামলা, আমি নিজেই জানি না। এখন আর বাংলাদেশে কিছুই আর খাঁটি পাওয়া যায় না। এখন খাঁটি চাল, ডাল, তেল পাবেন না। তবে খাঁটি শুধু মিথ্যা মামলা হাজার হাজার পাবেন। তারেক রহমান আজ দেশে আসতে পারছেন না। ঈশ্বরদীতে ফরমায়েশি রায়ে ৪৭ জন বিএনপি নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে।  

পথসভায় উপস্থিত ছিলেন - ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল ওমর সুমার খান,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সদস্য সচিব বিষ্টু সরকার,যুগ্ম আহ্বায়ক, এসএম. ফজলুর রহমান,আমিনুর রহমান স্বপন, সামসুজ্জামান পিপ্পু, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক একেএম সাজেদুজ্জামান জিতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক আওয়াল কবির, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আইনাল হোসেন।  

এদিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যার নেতৃত্ব দেন, পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।