ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের শিকড় উন্নয়নে, গণমানুষের মধ্যে: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আ.লীগের শিকড় উন্নয়নে, গণমানুষের মধ্যে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের শিকড় তৃর্ণমূলে। আওয়ামী লীগের শিকড় গণমানুষের মধ্যে।

আওয়ামী লীগের শিকড় উন্নয়নে।  

কৃষিমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, এ দেশের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বিএনপি বলেছিল, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে। আন্তর্জাতিক আদালতে রায় হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। তারা বলেছিল, ১০ ডিসেম্বর থেকে দেশ চালাবেন খালেদা জিয়া। কই? ১০ তারিখ চলে গেছে, এখনও দেশ চালাচ্ছেন শেখ হাসিনা। খালেদা জিয়ার জেলে থাকার কথা। দয়া করে তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হয়েছে।  

আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নির্বাচনের আগে আন্দোলন আন্দোলন খেলা করে হরতাল অবরোধ ডাকে, আগুন সন্ত্রাস করে। আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারে। যদি তারা নির্বাচনে না আসে, তারা যদি মনে করে, সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে, এটা অবাস্তব সংবিধানবিরোধী। সংবিধানের আলোকে নির্বাচন হবে।

বোকারবাইদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে বৃহত্তর আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু ও উদ্বোধক ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি। এসময় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আউশনার কলেজের অধ্যক্ষ কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল। সম্মেলনে জেলা,উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।