ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল

রাজশাহী থেকে: রাজশাহীতে ১৪ দলীয় জোটের প্রধান ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে লাল পতাকা মিছিল করেছে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের সাহেব বাজার জিরোপয়েন্টে থাকা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

এ সময় মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, নারী মুক্তি সংসদ ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা হাতে লাল পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন- জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা প্রমুখ।

পথসভা থেকে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওয়ার্কার্স পার্টির নেতারা।

মিছিল উত্তর পথসভায় এ সময় মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী আবু সাঈদ, সিরাজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মতিউর রহমান তপন, ফরজ আলী, মহানগর যুবমৈত্রীর সভাপতি মতিউর রহমান মতি, নারী মুক্তি সংসদের জেলার সাধারণ সম্পাদক শাহীনুর বেগম, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক বিজয় সরকারসহ পার্টি ও বন্ধু সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এমইউএম/এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।