ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্ষমতা দখলকারী সরকার জনগণের কষ্ট বোঝে না: মজনু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
ক্ষমতা দখলকারী সরকার জনগণের কষ্ট বোঝে না: মজনু

ঢাকা: গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে প্রস্তত থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। যে সরকার নির্বাচিত নয় তারা জনগণের দুঃখ-কষ্ট বোঝে না।

গ্যাস, বিদ্যুৎসহ জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়ছে। মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় গ্যাস ও বিদ্যুতের দাম কমানোসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ঢাকার গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে এ প্রস্ততি সভার আয়োজন করা হয়।

মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধার সঞ্চালনায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন এ পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ ঢাকাবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের পতন ঘটাতে হবে। তাই আন্দোলনের ডাক আসা মাত্রই আমাদের সবাইকে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে।

সভায় মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহন, তানভীর আহমেদ রবীন, আব্দুস সাত্তার, মনির হোসেন, মহানগর সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, মো. নাজিম, ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টু, মকবুল ইসলাম খান টিপুসহ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।