ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

নরসিংদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
নরসিংদীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নরসিংদী: বিএনপি জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে নরসিংদীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।

দুপুর ১২টায় জেলার শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব, সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, সিরাজুল ইসলাম মোল্লা, স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে স্বাধীনতা বিরোধী শক্তিরা দিশেহারা হয়ে গেছে। তাই তারা ষড়যন্ত্র করে সন্ত্রাসী কায়দায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যতই ষড়যন্ত্র হোক ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলেও আবারও সবাইকে নৌকায় ভোট দিতে আহ্বান জানানো হয়।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন সব ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

পরে দুপুর ২টায় নেতারা বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে ও বিকেল ৩টায় রায়পুরায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব জানান, জেলার প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয় নির্দেশে নেতাকর্মীদের অংশগ্রহণে শান্তি সমাবেশ হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।