ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির ইফতার মাহফিলে বাধা দিলে অবরোধের হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
বিএনপির ইফতার মাহফিলে বাধা দিলে অবরোধের হুঁশিয়ারি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় ইফতার মাহফিলে বাধা দিলে আগামী ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে জেলা বিএনপি।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে কলাবাগানস্থ বৈঠকে জেলা বিএনপিরর সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।

শনিবার (৮ এপ্রিল) খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লার বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল হওয়ার কথা রয়েছে। তাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

তবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, ইফতার মাহফিল কর্মসূচির অনুমতি নিয়ে প্রশাসন তালবাহানা করেছে। কর্মসুচি বানচাল করতে গত রাতে পুলিশ নেতাকর্মীদের বাড়িঘরে হানা দিয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি নেতা প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউছুপ চৌধুরী, এমএন আবছারসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।