ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা শুধু মানুষের কথাই ভাবেন: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
শেখ হাসিনা শুধু মানুষের কথাই ভাবেন: কাদের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের । ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা শুধু মানুষের কথাই ভাবেন। শুধু সে কারণেই এত ষড়যন্ত্রের মধ্যেও আল্লাহর রহমতে তিনি টানা ১৪ বছর ক্ষমতায় আছেন।

তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে ওরা ভোটে জিতবে না জেনেই নির্বাচনকে বানচাল করতে চায়, প্রয়োজনে তাকে হত্যা করতে চায়।

মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে গুলশানে সিটি করপোরেশন মার্কেটের সামনে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিশ্রম করেন যে, ঘুমানোর সুযোগ পান না। শেখ হাসিনা দিনে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আমরা তার পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে যাই।

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার বাংলাদেশের রাজনীতিতে সততা, সাহস, মেধার প্রতীক। দেশ ও দেশের মানুষ ছাড়া তারা কিছুই ভাবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা দুনিয়া শেখ হাসিনাকে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে। শেখ হাসিনার ছেলেমেয়ের কোনো হাওয়া ভবন নেই, বিকল্প ক্ষমতার কেন্দ্র নেই। শেখ রেহানা লন্ডনে বাসে, ট্রামে ও ট্রেনে চড়েন। সেখানে তার কোনো গাড়িও নেই। জয় কখন আসেন, আবার কখন চলে যান, তা আমরাও টের পাই না। শেখ হাসিনা তার ছেলেকে ব্যবসা করতে দেননি। তিনি চাকরি করে খান। শেখ রেহানার ছেলেমেয়েরাও তাই।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।