ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

শ্যামনগরে নাশকতা মামলায় ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
শ্যামনগরে নাশকতা মামলায় ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে নাশকতা মামলায় বিএনপি-জায়ামাতের দুইজন ইউপি চেয়ারম্যান ও একজন সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিএনপির শ্যামনগর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, জামায়াত নেতা ও বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এবং শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা লিয়াকত আলী বাবু।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।