ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

মুজিবনগরে জামায়াতের আমির-সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
মুজিবনগরে জামায়াতের আমির-সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে নাশকতার অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) রাত থেকে শুক্রবার (১২ মে) ভোর পর্যন্ত মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মহাজনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মো. আব্দুল হামিদ (৬৫), মহাজনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মহাজনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মফিদুল ইসলাম (৫৫)।  

এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত সিআর ৪৬/২৩ নং মামলার আসামি বল্লভপুর গ্রামের ফিতাজ উদ্দীনের ছেলে সোহরাব উদ্দীন, শরীফ উদ্দীন, আব্দুল মতিন ও সিআর ২৩১/২৩ নং মামলার আসামি বাগোয়ান গ্রামের জসিম উদ্দীনের ছেলে মো. দীপন শেখ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেলের নেতৃত্বে থানার এসআই  উত্তম কুমার, এসআই মোঃ আশিক, এস আই সজীব, এএসআই শিহাবসহ সঙ্গীয় ফোর্স গ্রেফতার অভিযানে অংশ নেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল শুক্রবার (১২ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।