ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে ছাড় নয়: হানিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে ছাড় নয়: হানিফ

ঢাকা: আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। নৈরাজ্যের বিরুদ্ধে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিকভাবেও জবাব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৩ মে) যুবলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটির আয়োজন হয়।

হানিফ বলেন, বিএনপি আবার আন্দোলনের খেলা শুরু করেছে। শান্তিপূর্ণভাবে যদি কর্মসূচি পালন করে, গণতান্ত্রিকভাবে যদি আন্দোলন করে কোনো আপত্তি নাই। আন্দোলনের নামে যদি নৈরাজ্য সৃষ্টি করে তাহলে ছাড় দেওয়া হবে না। সরকার আছে, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী আছে ব্যবস্থা নেওয়া হবে। আর রাজনৈতিকভাবেও আওয়ামী লীগ জবাব দেবে।

এ সময় নৈরাজ্য প্রতিহত করতে যুবলীগকে প্রস্তুত থাকার আহ্বান জানান হানিফ। তিনি বলেন, বিএনপি নামক এই সন্ত্রাসী দলটি সৃষ্টি করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই বিএনপি আজ আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখাচ্ছে। আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। খালেদা জিয়ার যখন বিচার চলছিল তখন বিএনপির নেতারা বলেছিল তাদের নেত্রী গ্রেপ্তার হলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে, সরকার থাকবে না। খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছেন, জেলও খাটছেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দেশে কোনো রক্তগঙ্গা বয়ে যায়নি, আন্দোলনও হয়নি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। কই, খালেদা জিয়ার জন্য তো কেউ রাস্তায় নামেনি। অতীতে খালেদা জিয়ার সরকারের দুনীতির বিরুদ্ধে আন্দোলন করে সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল যুবলীগ। সেই যুবলীগ থাকতে, আওয়ামী লীগ থাকতে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমি যুব লীগের নেতাকর্মীদের বলতে চাই, অতীতে যেভাবে নৈরাজ্য দমনে যুবলীগ ভূমিকা রেখেছে আগামীতেও সেই ভুমিকা রাখবে। যুবলীগের কাছে এটা প্রত্যাশা।

সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। আমরা শান্তির পক্ষে মাঠে আছি। দেশ বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আমরা মাঠে আছি, থাকবো। যুবলীগ থাকতে তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না। তারা সারা দেশ থেকে জামায়াতের সব ক্যাডার ঢাকায় নিয়ে এসেছে। ২০১৩, ১৪, ১৫ সালে যা করেছিল, তারা আবার তা-ই করতে চায়। আমাদের কাছে খবর আছে। ষড়যন্ত্র মোকাবিলা করতে যুবলীগ রাজপথে আছে, প্রস্তুত থাকবে।

সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, উত্তরের জাকির হোসেন বাবলু, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।