ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে আ. লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
টাঙ্গাইলে আ. লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিএনপি-জামায়াত অশুভ শক্তির অগ্নি সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৯ মে) বিকেলে শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন- সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, কৃষি ও সমবায় সম্পাদক আকরাম হোসেন কিসলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রউফ।

এ সময় জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি শাহজাহান আনছারী, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুসহ আওয়ামী লীগ এর সহযোগি অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) নেতৃত্বে শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি  বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।