ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকারের দালাল অপবাদ থেকে বাঁচতে সমালোচনা করছে জাতীয় পার্টি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
‘সরকারের দালাল অপবাদ থেকে বাঁচতে সমালোচনা করছে জাতীয় পার্টি’ পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে সেতুভবনে প্রেস ব্রিফিং | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জাতীয় পার্টির সরকারের বিরোধিতার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা (জাতীয় পার্টি) নিজেরাই বলে সরকারের দালাল হয়ে গেছে। তারা সেই অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়, এ জন্যই সমালোচনা করছে।

রোববার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সেতুভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ পরাশক্তির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে উপকৃতও হতে পারি।

চীনা দূতাবাস খালেদা জিয়ার বাসায় উপহারের প্যাকেট পাঠিয়েছে, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমার বাসায়ও বড় প্যাকেট এসেছে। প্রধানমন্ত্রীর বাসায়ও এসেছে। এটা বড় কোনো ইস্যু নয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়মমতো হবে। নির্বাচনের নিয়ম সংবিধানে সন্নিবেশিত রয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে।

জাতীয় পার্টি সরকারের অতিরিক্ত বিরোধিতা করছে, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল বলেন, তারা (জাতীয় পার্টি) নিজেরাই বলে সরকারের দালাল হয়ে গেছে। তারা সেই অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়, এজন্য সমালোচনা করেছে।

অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কি না তা ভেবে দেখা উচিত।  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময় ও ব্যয় সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগের নবদুয়ার খুলে গেছে।  

তিনি আরও বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।  

প্রেসব্রিফংয়ে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।