ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বর্তমান শাসকগোষ্ঠীর নিপীড়ন সব রেকর্ড ভঙ্গ করেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
‘বর্তমান শাসকগোষ্ঠীর নিপীড়ন সব রেকর্ড ভঙ্গ করেছে’

ঢাকা: বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর নিপীড়ন সব রেকর্ড ভঙ্গ করেছে। এরা জাতিকে শোষণ করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছে।

দেশে আজ অঘোষিত রাজতন্ত্র চলছে। একটি পরিবারের কাছে দেশের  মানুষ আজ অসহায়। অত্যাচারিত শাসক হিসেবে আওয়ামী লীগের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে চকবাজার থানার সমন্বয় প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, অতীত ইতিহাস বলে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না। তাই ভোট ডাকাতি ক্ষমতায় এসে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করার অপচেষ্টা করে। কিন্তু গণতন্ত্রকামী জনগণের প্রতিরোধের মুখে আর টিকতে পারে না। এবারও পারবে না।

মোশারফ হোসেন খোকনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব নেওয়াজ মাহমুদ নিলয়, যুবদল দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সাইদ হাসান মিন্টু, মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাবুল, চকবাজার থানা বিএনপির সাবেক সহ সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।