ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষড়যন্ত্র নয়, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
ষড়যন্ত্র নয়, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছবি: জিএম মুজিবুর 

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল তারা (বিএনপি), এক দফা কর্মসূচি দিয়েছেন, সরকার পতন করবেন। তাদের দিক থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

দেশে সরকার পরিবর্তনের একটি মাত্র পথ, নির্বাচন।  

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর কাওরানবাজারের টিসিবি অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও (কর্মীদের উদ্দেশ্যে) বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।  

দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমরা দেখেছি। ১৪ সালে জ্বালাও পোড়াও আন্দোলন দেখেছি, জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। এখন সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না।  

সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার উদ্ধৃতি দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, উন্নয়ন দেখতে চাইলে বাংলাদেশকে দেখুন।  

শেখ হাসিনার সরকার বাংলাদেশকে অব্যাহত অগ্রযাত্রার দিকে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের স্বপ্ন। আমরা অসম্ভবকে সম্ভব করেছি। ২০০৮ সালে শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিতে চেয়েছিলেন, সেটা আমরা করেছি।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু বলেন, আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না। আমরা রাজপথে ছিলাম, থাকবো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা এ সময় বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।