ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনা জেলা জাপার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
খুলনা জেলা জাপার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধুকে সভাপতি ও মল্লিক হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা শাখা জাপার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে চেয়ারম্যান জি এম কাদের এ কমিটি অনুমোদন করেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন
সভাপতি শফিকুল ইসলাম মধু। সাধারণ সম্পাদক মল্লিক হাদিউজ্জামান। সম্মানিত উপদেষ্টা মোক্তার হোসেন, অ্যাডভোকেট লুৎফর রহমান, আব্দুস সোবহান, শেখ সদর উদ্দিন আহমেদ, শেখ আব্দুল ওহাব, শামসুদ্দিন আহমেদ, আব্দুর রশিদ, ইব্রাহিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, ফজলুর রহমান শেখ, অ্যাডভোকেট অচিন্ত কুমার দাস। সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ডা, সৈয়দ আবুল কাশেম, মোতওয়ালী শেখ, ফরহাদ আহমেদ, মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, মো. গাজী ইসহাক আলী, সরদার আব্দুর সবুর মাস্টার, নারায়ণ চন্দ্র সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো. শাহজাহান আলী সাজু, সরদার জিয়াউল হক, গাজী শহিদুল ইসলাম খোকন। সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোড়ল, খন্দকার মেহেদী মাসুদ, মো. হারুন অর রশিদ, আবুল কালাম মাস্টার। সাংগঠনিক সম্পাদক মো. সাইদ আলম মোড়ল, মল্লিক হাসানুজ্জামান, গাজী আব্দুস সামাদ, এম এ মামুনুর রশিদ, মো. মোস্তফা সরদার। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান লাভলু, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বাচ্চু, আছাদুজ্জামান লিটু। অর্থ সম্পাদক আব্দুল জলিল জমাদ্দার, যুগ্ম অর্থ সম্পাদক মো. শওকত আলী, প্রচার সম্পাদক মো. সুলতান মাহমুদ। যুগ্ম প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। দপ্তর সম্পাদক রহমত আলী খান। যুগ্ম দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার গোলদার।  

কমিটির অন্যান্য পদের নাম পরে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।