ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যা থাকছে বিএনপির নতুন কর্মসূচিতে

তানভীর আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
যা থাকছে বিএনপির নতুন কর্মসূচিতে

ঢাকা: সরকার পতনের এক দফা আন্দোলন ও নতুন কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার (১২ জুলাই) আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হবে।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই ‘এক দফা’ আন্দোলন। আর এই আন্দোলন হবে ঢাকাকে কেন্দ্র করে। পাশাপাশি ঢাকা কেন্দ্রিক সিরিজ কর্মসূচির কথাও ভাবা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, নয়াপল্টনে বুধবারের সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ লোক সমাগমের পরিকল্পনা নিয়েছে বিএনপি। এতে ঢাকা মহানগর ও আশপাশের জেলার নেতাকর্মীরা জোরালো ভূমিকা রাখবে।

পাশাপাশি আন্দোলনে সহযোগী ৩৬ দলসহ বিভিন্ন মহলের পরামর্শ নেওয়া হয়েছে। সমাবেশ সফল করতে গতকাল মঙ্গলবার রাজধানীজুড়ে মাইকিং করা হয়েছে।

এদিকে আজ পূর্ণাঙ্গ কর্মসূচি চূড়ান্ত না হলে আগামী শুক্রবার ঢাকাজুড়ে মানববন্ধন বা মানবপ্রাচীর অথবা বিক্ষোভের মধ্য দিয়ে এক দফা আন্দোলনের সূচনা হতে পারে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের ঢাকা সফরের মধ্যেই যুগপৎ আন্দোলন শুরুর চিন্তা বিএনপির।

ঢাকাজুড়ে মানববন্ধনের পর পর্যায়ক্রমে পদযাত্রা, অবস্থান ধর্মঘট, সমাবেশের মতো কর্মসূচি আসতে পারে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসবে ঘেরাও কর্মসূচি।

এতদিন ঢাকার বাইরে কর্মসূচি পালিত হলেও এক দফা আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হবে রাজধানী ঢাকা। সব কর্মসূচি পালন হবে যুগপৎভাবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিকরা যার যার প্ল্যাটফর্ম থেকে এক দফা আন্দোলন ও নতুন কর্মসূচি ঘোষণা করবে। ঘোষিত হতে পারে ‘রাষ্ট্র মেরামতের যৌথ রূপরেখাও’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলন করছে। সরকারবিরোধী আন্দোলনের নতুন ডাক দেওয়া হবে। এর মাধ্যমে জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সেজন্য ১২ জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো স্ব স্ব জায়গা থেকে এক ঘোষণা দেবে। এর মাধ্যমে দাবি আদায়ে আমরা সফল হবো।

বিএনপি সূত্র জানায়, দুপর ২টায় নয়াপল্টনের সমাবেশ থেকে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে, ১২ দলীয় জোট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ১২টায় প্রেস ক্লাবে সমাবেশে, এলডিপি বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে, গণফোরাম আরামবাগের নটরডেম কলেজের বিপরীতে, গণঅধিকার পরিষদ (নূর) বিকেল ৩টায় পল্টনের দলীয় কার্যালয়ের সামনে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে, গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে এবং লেবার পার্টি বিকেল ৩টায় নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।