ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই: মেয়র আতিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই: মেয়র আতিক

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। নৌকার কোনো ব্যাকগিয়ার নেই।

আর এ গিয়ার উন্নয়নের, একে সামনে এগিয়ে যেতেই হবে।  

বুধবার (১২ জুলাই) দুপুরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন মেয়র আতিক।  

মেয়র আতিক বলেন, দেশ ও জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করতে হবে।

মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী এতে সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

সমাবেশে যোগ দিয়ে উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ কাদের খান বলেন, বিএনপির সব ষড়যন্ত্র মোকাবিলার জবাব দিতে আজকের কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে।  

দফায় দফায় বৃষ্টিও নেতাকর্মীদের সমাবেশে অংশ নিতে বাধা হয়ে দাঁড়ায়নি। অনেকে বৃষ্টিতে ভিজেই সমাবেশে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমইউএম/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।