ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার ঢাকাসহ ৪ বিভাগে আ. লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
মঙ্গলবার ঢাকাসহ ৪ বিভাগে আ. লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

ঢাকা: আওয়ামী লীগ ঘোষিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি মঙ্গলবার (১৮ জুলাই) শুরু হচ্ছে।  

এদিন ঢাকা মহানগর দক্ষিণসহ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে মাঠে থাকছে। এর অংশ হিসেবেই মঙ্গলবারের এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।

এদিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিকাল তিনটায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

সমাবেশের পর শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট খেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজ হয়ে মিরপুর রোড দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।