ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির পদযাত্রা

ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত গাবতলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত গাবতলী

ঢাকা: সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি।

মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রুট ঘুরে বিএনপির পদযাত্রা শেষ হবে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে।

এদিকে পদযাত্রায় অংশ নিয়ে ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

এ পদযাত্রায় গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা।

বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়।

যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– আগারগাঁও– বিজয় সরণি– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন – ফকিরাপুল– মতিঝিল – ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড়।

গত বুধবার (১২ জুলাই) সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই পদযাত্রা কর্মসূচির ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।