ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এনডিএমের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক বিকেলে

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এনডিএমের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক বিকেলে

ঢাকা: যুগপৎ আন্দোলনে সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি। এই কমিটি আজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে বৈঠক করবে।

শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়ন, ভবিষ্যৎ করণীয় এবং বর্তমান রাজনৈতিক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এতে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এনডিএমের পক্ষ থেকে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
ইএসএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।