ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কমিশন ঘেরাওয়ে যাওয়া নুরের মিছিল আটকে দিল পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
নির্বাচন কমিশন ঘেরাওয়ে যাওয়া নুরের মিছিল আটকে দিল পুলিশ

ঢাকা: নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশের বাধায় বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।  

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা।

মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।

রাজপথের সক্রিয় রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দিয়ে সরকারের অনুগত ও নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য চূড়ান্ত করার প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আজ প্রশাসনসহ পুলিশ ভাইদের অনুরোধ করব, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে এখান থেকে মিছিল নিয়ে যাব। আমরা আজ সরকার পতনের চূড়ান্ত দফা আদায়ে নামিনি। আমরা ইসির প্রতি ধিক্কার জানিয়ে, প্রতিবাদ জানিয়ে কমিশন অভিমুখে যেতে চাই।

তিনি বলেন, আপনারা (আইনশৃঙ্খলা বাহিনী) সর্বোচ্চ নির্বাচন কমিশনে ঢুকতে আমাদের বাধা প্রদান করতে পারেন। এর আগে রাস্তায় কোথাও বাধা দিয়ে, উসকানি দিয়ে পরিস্থিতির অবনতি করবেন না। এখানে যারা আছে সবাই ছাত্র-যুবক-তরুণ। এই অদম্য তারুণ্যকে বন্দুকের নল দেখিয়ে, কামানের ট্যাঙ্ক দেখিয়ে দমানো যাবে না। আপনারা যদি উসকানি দেন, তাহলে পরিস্থিতি খারাপ হবে।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
টিএ/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।