ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তাহিরপুরে আ.লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
তাহিরপুরে আ.লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা 

সুনামগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।  
 
মঙ্গলবার (২৫ জুলাই) আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সেলিম আহমদের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এই উন্নয়ন শোভাযাত্রা তাহিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  

সমাবেশে সেলিম আহমদ বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এ সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।