ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লাখো নেতা-কর্মী নিয়ে শান্তি সমাবেশে উপস্থিত থাকব: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
লাখো নেতা-কর্মী নিয়ে শান্তি সমাবেশে উপস্থিত থাকব: শামীম ওসমান শামীম ওসমান

নারায়ণগঞ্জ: সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশে কাল (বৃহস্পতিবার) ঢাকার সমাবেশে আমি নিজেই লাখো নেতা-কর্মী নিয়ে উপস্থিত থাকব।  

বুধবার (২৬ জুলাই) বাংলানিউজকে ঢাকায় যাবার বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

এর আগে দুপুরে যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশের ফেরেন তিনি। বাংলাদেশে ফিরেই আজ বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে দলের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভার ডাক দেন তিনি।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু জানান, নারায়ণগঞ্জ থেকে সকল বাস ও ট্রাকযোগে নেতাকর্মীরা ঢাকায় যাবেন আমাদের নেতা শামীম ওসমানের নেতৃত্বে। ঢাকায় যদি বিএনপি জামায়াত কোনো নৈরাজ্যের চেষ্টা করে তাহলে সেটি শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আমি কিছুক্ষণ আগেই দেশে ফিরেছি এবং নেতাকর্মীদের বিকেলে ডেকেছি। কাল সমাবেশে আমি নিজেই লাখো নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকব।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এমআরপি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।