ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘ঢাকায় বসে পড়ার’ হুঁশিয়ারি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
‘ঢাকায় বসে পড়ার’ হুঁশিয়ারি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশ

ঢাকা: নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির আল্টিমেটামের জবাবে পাল্টা রাজপথে বসে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত যৌথ শান্তি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে শেখ ওয়ালী আসিফ বলেন, লাখো জনতার সমাবেশ থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই- কথায় কথায় বলেন, ঢাকায় বসে পড়বেন। আমরাও বলতে চাই, বাংলাদেশের সংবিধানের বাইরে এক চুল যদি নির্বাচন করার চিন্তা ভাবনা আপনারা করে থাকেন, কোটি কোটি আওয়ামী লীগের লোক আমরাও ঢাকায় বসে পড়ব। আমরা দেখব কত ধানে কত চাল।

তিনি বলেন, আল্লাহও চান না এই রাষ্ট্রের ক্ষমতায় বিএনপি-জামায়াতের মতো অপশক্তি ক্ষমতায় আসুক।  

বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ শান্তি সমাবেশ শুরু হয়।

তিন সংগঠনের এ যৌথ সমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঞ্চে কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে যোগ দিয়েছেন।

দুপুরের মধ্যে সমাবেশস্থল বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটসহ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, গুলিস্তান মোড়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসকেবি/এসকে/এনবি/এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।