ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

খেলাফত মজলিসের নতুন আমির মাওলানা আবদুল বাছিত আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
খেলাফত মজলিসের নতুন আমির মাওলানা আবদুল বাছিত আজাদ

ঢাকা: মাওলানা আবদুল বাছিত আজাদ খেলাফত মজলিসের নতুন আমির নির্বাচিত হয়েছেন। সংগঠনের আমির শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত আমীরে মজলিসের দায়িত্ব পালন করছিলেন।

খেলাফত মজলিসের আমিরে মজলিস উপ-নির্বাচনে সারা দেশের সদস্য ও মজলিসে শূরা সদস্যদের গোপন ভোটে তিনি আমিরে মজলিস নির্বাচিত হন।

রোববার (৩ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আমিরে মজলিস উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

বৈঠকে নবনির্বাচিত আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।

নবনির্বাচিত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ তার বক্তব্যে বলেন, দেশ জাতি ও ইসলামের স্বার্থে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। দেশের চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট উত্তরণে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিসের আট দফা দাবি আদায়ে ময়দানে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য সারা দেশের থানা-উপজেলায় সমাবেশ ও আগামী ১৪ অক্টোবর ঢাকার মহাসমাবেশ বাস্তবায়নে সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।