ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোর-৪ আসনে আ.লীগের হয়ে লড়বেন সিদ্দিকি রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
নাটোর-৪ আসনে আ.লীগের হয়ে লড়বেন সিদ্দিকি রহমান

ঢাকা: নাটোর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিদ্দিকি রহমান পাটোয়ারী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দলের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম।

সিদ্দিকি রহমান পাটোয়ারী নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বড়াইগ্রাম উপজেলার বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।

এদিকে, আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। মনোনয়ন বোর্ডের এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা যান ৷ তার মৃত্যুতে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসকে/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।