ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উত্তরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
উত্তরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

ঢাকা: ‘বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, নৈরাজ্য, ও অবরোধ’ প্রতিরোধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হয়েছে।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উত্তরার আমির কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই সমাবেশ শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে-দলে মিছিল নিয়ে জড়ো হয়েছেন।  

এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন ও মির্জা আজম।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। শান্তি সমাবেশে বিশেষ বক্তার বক্তব্য দেবেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এমকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।