ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

১০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির সমাবেশে দিপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
১০ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির সমাবেশে দিপু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির জনসভায় রূপগঞ্জ উপজেলার ১০ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিসের সামনে এ জনসভা হয়।

বিকেলে সমাবেশ শুরুর কথা থাকলেও সকালেই দিপুর অনুসারী ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে হাজির হয়ে মঞ্চ মাতিয়ে রাখেন।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই সাইনবের্ডের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন রূপগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের দিপুর অনুসারি নেতাকর্মীরা। পরে সমাবেশ শুরু হলে দিপু ভূঁইয়ার নেতৃত্বে আরও ১০ হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দিপু।

এ সময় দিপু ভূঁইয়া বলেন, আমরা চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হচ্ছি। তারেক রহমানের নির্দেশ পালন করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। এ সরকারের দিন শেষ। তারেক রহমানের হাতেই এ সরকারের পতন ঘটিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ও বিএনপিকে আবারও ক্ষমতায় আনবো।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।