ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: এমপি জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: এমপি জন

নওগাঁ: নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেছেন, একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে স্থানীয় সুধী সমাজ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নওগাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সুধী সমাবেশ হয়।  

সমাবেশে এমপি জন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাদেশের মতো নওগাঁ জেলাজুড়ে এ উন্নয়নের ধারা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আজ সম্পূর্ণ ডিজিটালে রূপান্তর হয়েছে, শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বে। এখন তার লক্ষ্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। দ্রুত সেই লক্ষ্যে কাজ চলছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ হবে। কারণ বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ। এজন্য আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন।

এসময় মুক্তিযোদ্ধা, কৃষক, ব্যবসায়ী, পেশাজীবী, ডাক্তার, শিক্ষক, সাধারণ মানুষ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।