ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাজা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
সাজা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা দেশের জনগণ বুঝে গেছে। জনগণ এত বোকা নয়।

সোমবার (০৯ অক্টোবর) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ পরিষ্কার করে বলতে চায়, খালেদা জিয়ার কিছু হলে তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার অপরাধ তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। বিরোধীদলের আন্দোলন মেনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন।

আওয়ামী লীগ বর্তমানে কোনো রাজনৈতিক দল নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারা ফ্যাসিস্ট সরকারের ধারক-বাহকে পরিণত হয়েছে।

বিএনপি নেতারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হচ্ছে। সাজা দিয়ে আন্দোলন রক্ষা যাবে না বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, এক-একটি সাজায় হাজার হাজার নেতাকর্মী তৈরি হচ্ছে, তাতে রাজনীতি থেকে দূরে থাকা নয় বরং জনগণকে সাথে নিয়ে সরকার পতনের আন্দোলন আরও জোরদার হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তাঁর কথা শুনে মনে হয়, আমরা কোনো রাজতন্ত্রে বসবাস করছি। সবকিছুর মালিক তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।