ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পদ ফিরে পেলেন দক্ষিণ আ. লীগের দপ্তর সম্পাদক রিয়াজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
পদ ফিরে পেলেন দক্ষিণ আ. লীগের দপ্তর সম্পাদক রিয়াজ  মোহাম্মদ রিয়াজ উদ্দিন: ফাইল ফটো

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগে অব্যাহতি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে তার পদে পুনর্বহাল করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আ. লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে মহানগর নেতাদের বৈঠকের পরে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

 

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, আজকে সাইন করে দিয়েছি। অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি থাকা অবস্থায় রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।