ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, জীবন বৃত্তান্ত আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, জীবন বৃত্তান্ত আহ্বান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন কমিটি তৈরির জন্য জীবন বৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক সিরাজগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে ওই কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী সাতদিনের মধ্যে জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো।  

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মে জেলা ছাত্রলীগের সম্মেলনে আহসান হাবিব খোকাকে সভাপতি ও আব্দুল্লাহ বিন আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর ২১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।