ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির ৩৪ নেতাকর্মী আটকের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
নারায়ণগঞ্জে বিএনপির ৩৪ নেতাকর্মী আটকের অভিযোগ আটক; প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, আমাদের দলের ৩৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।  

শুক্রবার (২৭ অক্টোবর) এ অভিযোগ করেছেন তিনি।

 

ফারুক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে বুধবার পাঁচজন এবং মঙ্গলবার আরও ২২ জনকে আটক করে পুলিশ। তাদের আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

কোনো অপরাধ ছাড়াই মহাসমাবেশকে কেন্দ্র করে এ ধরপাকড় করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আটক করে জনস্রোত ঠেকানো যাবে না।

বৃহস্পতিবার রাতে আটকরা হলেন-ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব রহমান, আড়াইহাজার উপজেলা বিএনপি কর্মী জাকির হোসেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনসার আলী মিয়া, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মোমেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, রূপগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, ভুলতা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, আড়াইহাজার থানা যুবদল কর্মী মো. আলামিন মিয়া, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর রহমান ফকির, রূপগঞ্জের চনপাড়া ১নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী মো. আলামিন, চনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিনের বাবা (রাতে তার বাসায় পুলিশ মাহিনকে না পেয়ে তার বাবাকে নিয়ে যায় বলে অভিযোগ), সোনারগাঁ জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ মেম্বার, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কাসেম, বারদী ইউনিয়ন যুবদল নেতা শামীম মিয়া, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা আবুল হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড সভাপতি নবী হোসেন, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা যুবদল নেতা মোক্তার হোসেন, কাঞ্চন পৌরসভার ৫নম্বর ওয়ার্ড যুবদল নেতা সোলাইমান মিয়া, রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আড়াইহাজার উপজেলা যুবদলের কর্মী সাজোয়ার, চনপাড়া ইউনিয়নে দলটির নেতা হানিফ, চনপাড়া ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জুলহাস, সিএনজি চালক নুরুল হক (সাধারণ চালক), ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন, কুতুবপুর ইউনিয়নের জাহাঙ্গীর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা এনায়েত বিন আমান, শহিদুল ইসলাম, আবু জোবায়ের আরিয়ান ও ছালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক নেতা মনোয়ার হোসেন শোখন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারুন ও বিএনপি নেতা আরিফ প্রধান।

এ ব্যাপারে জেলা পুলিশের কেউ গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি। জেলা পুলিশের শীর্ষ দায়িত্বশীলদের মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

তবে জেলা পুলিশের পক্ষ থেকে নিরপরাধ কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না বলে এর আগে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।