খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিএনপি এবং জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে।
অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন পিকেটাররা।
এদিকে অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় একদিন আগে থেকে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণস্থানে আইনশৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার রাত থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। অবরোধের কারণে সড়কে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এডি/এসআইএস