ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীর চার স্থানে জামায়াতের অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
রাজধানীর চার স্থানে জামায়াতের অবরোধ

ঢাকা: সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত তিন দিনব্যাপী সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত। এরই অংশ হিসেবে অবরোধের দ্বিতীয় দিনের সকালে ঢাকার চারটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগরী জামায়াতে ইসলাম।

বুধবার (০১ নভেম্বর) সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেন্ডারিয়া রেলস্টেশন অবরোধ:
দ্বিতীয় দিনে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের রেললাইন অবরোধের নেতৃত্বে ছিল কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রবিউল ইসলাম, মুতাসিম বিল্লাহ, সাইফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পোস্তাগোলায় মহাসড়ক অবরোধ:
রাজধানীর পোস্তাগোলায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহাসড়ক অবরোধের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, মাওলানা আমিনুল ইসলাম, সাদেক বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মালিবাগে রেলপথ অবরোধ:
রাজধানীর মালিবাগে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের রেলপথ অবরোধের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, শামীমুল বারী, সোহেল রানা মিঠু, মুহাম্মদ নুরুদ্দিন, মুতাসিম বিল্লাহ, ইমাম হোসেনসহ অন্যান্য নেতারা।

ডেমরায় মহাসড়ক অবরোধ:
ডেমরায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহাসড়ক অবরোধের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান। সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু নাবিল, মতিউর রহমান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মির্জা হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
ইএসএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।