সাভার (ঢাকা): সাভারের বলিয়াপুরে রিমি পরিবহনের দূরপাল্লার বাসে আগুন দেওয়ার ঘটনায় দুই বিএনপির কর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার (০১ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন-আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা স্পট থেকে দুজনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তারা বিএনপির কর্মী বলে জানা গেছে।
অগ্নিসংযোগের বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে বাসটিতে আগুন লাগার খবর পাই। পরে আমরা তিনটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি ঢাকা-থেকে গাইবান্ধা চলাচল করতো৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
এসএফ/এসআইএস