ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ , আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ময়মনসিংহে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ , আটক ১

ময়মনসিংহ: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে কোতোয়ালি বিএনপি। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

এ সময় সিরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোর্শেদ মিয়াকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এই বিক্ষোভের ঘটনা ঘটে।

এর আগে কোতোয়ালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এলে পুলিশ ধাওয়া দেয়।

এবিষয়ে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন হোসাইন বলেন, নাশকতা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সকালে বিএনপি মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।