ঢাকা: ইসলামী সমাজ'র আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি জোট এবং সরকার বিরোধী জোট এক ভয়াবহ সংঘাত ও সংঘর্ষের মুখোমুখি অবস্থান নিয়েছে। এর ফলে জাতীয় জীবনে চরম হতাশা ও দুর্দশা নেমে এসেছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে ”দেশে চলমান সংঘাত ও সংঘর্ষময় অবস্থার মৌলিক কারণ, উত্তোরণের উপায় এবং ইসলামী সমাজের অবস্থান” শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সৈয়দ হুমায়ূন কবীর দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় প্রতিষ্ঠিত মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের আইন-বিধান গ্রহণ করাই মুক্তির একমাত্র উপায়। সেই লক্ষ্যেই সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী সমাজ।
সরকারি জোট এবং সরকার বিরোধী জোটসহ সকল রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ইসলামী সমাজের আমীর বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে মানবরচিত ব্যবস্থা পরিহার করে হযরত মুহাম্মাদ (সা.) এর প্রদর্শিত পদ্ধতিতে মহান আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনে সকলে এগিয়ে আসুন। এতে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং পরকালেও নাজাতের ব্যবস্থা হবে। এসময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজে শামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঈমানি, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের আহবান জানান।
ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের আক্রমণ ও নিরীহ মুসলিমদের উপর জুলুম-নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে সৈয়দ হুমায়ূন কবীর বলেন, মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতাসীনদেরকে ফিলিস্তিনে গাজাবাসীদের উপর ইসরায়েলের বর্বোরচিত আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ইসলামী সমাজের আমির ৩ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি গুলো হলঃ
১। দেশে চলমান সংঘাত ও সংঘর্ষ থেকে বাঁচতে দেশের মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত
২। প্রশাসনকে চিঠি প্রদান
৩। ঢাকায় ৫টি পথসভা
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ইসলামী সমাজের বিভাগীয় দায়িত্বশীল- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মোঃ নুরুদ্দিন, মুহাম্মাদ আলী জিন্নাহ, মোঃ আজমুল হক, মোঃ সেলিম মোল্লা, হাফিজুর রহমান, আসাদুজ্জামান বুলবুল, মোহাম্মাদ আবু বকর সিদ্দীক ও সাইফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
টিএ/এমএম